Breaking

Tuesday, July 15, 2025

শেষরক্ষা হলো না, মৃত্যু হলো ছাত্রীর, ওড়িশা বনধ ডাকল কংগ্রেস ও বিরোধীরা

শেষরক্ষা হলো না, মৃত্যু হলো ছাত্রীর ওড়িশা বনধ ডাকল কংগ্রেস ও বিরোধীরা


বিশেষ প্রতিবেদন, অনিকেত পান্থ 

          শেষরক্ষা হলো না। শেষপর্যন্ত মৃত্যু হলো বালেশ্বরের ফকির মোহন বিএড কলেজের ওই ছাত্রীর। শনিবার কলেজ চত্বরে গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন ওই বিএড পড়ুয়া তথা বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি-র নেত্রী। সোমবার রাতে ভুবনেশ্বর এইমস হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় সোমবার রাত থেকে বিক্ষোভে শামিল হয়েছে কংগ্রেস। কংগ্রেস- সহ বিরোধী দলগুলি আগামী বৃহস্পতিবার ওড়িশা বনধের ডাক দিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিও এই ঘটনায় যুক্তদের উপযুক্ত শাস্তির পক্ষে সওয়াল করেছেন।

        কলেজ চত্বরে গায়ে আগুন ধরিয়ে ওই ছাত্রী আত্মহত্যার চেষ্টা করলেও এই ঘটনায় কলেজের সংশ্লিষ্ট বিভাগের প্রধান মূল অভিযুক্ত। তিনি ওই ছাত্রীকে যৌন সম্পর্ক করার জন্য চাপ দিচ্ছিলেন বলে অভিযোগ। বারবার তিনি ওই ছাত্রীকে হেনস্তাও করেছেন বলে কলেজের  ছাত্রছাত্রীরাও সরব হয়েছেন। জানা গেছে, এই বিষয়ে শুরু থেকেই নাকি সবাই সব জানতেন। তাও তিনি মেয়েটিকে কোনো অবস্থায় ছাড় দিতে চাননি। মেয়েটির মা তথা পরিবারের সদস্যরা স্পষ্ট দাবি করেছেন যে ওকে আত্মহত্যার জন্য বাধ্য করা হয়েছে। আত্মহত্যা করার মতো মানসিকতা বা দুর্বল মনের ও ছিল না। এই ঘটনার পর ওড়িশার শিক্ষাবিভাগ ওই কলেজের অধ্যক্ষ দিলীপকুমার ঘোষ ও অভিযুক্ত শিক্ষক তথা বিভাগীয় প্রধান সমীরকুমার সাহুকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। 

       মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি নিজে রবিবার হাসপাতালে গিয়ে মেয়েটিকে দেখে এসেছেন। তিনি ওই ছাত্রীর পরিবারবর্গের সঙ্গে কথা বলেন, হাসপাতাল কর্তৃপক্ষকে সবরকম ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। কিন্তু আগুনে শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেলে তাঁকে বাঁচানো যে কার্যত অসম্ভব সেটা আন্দাজ করেছিল সকলেই। সেজন্য দেশজুড়ে মুক্তমনা, সংস্কৃতিবান মানুষ, শিক্ষার্থী-সহ সকলেই ক্ষোভে  ফুঁসছিল। মঙ্গলবার গোটা ওড়িশায় এই ক্ষোভ চরম আকার নিয়েছে। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেডি-র বিধায়ক দেবীরঞ্জন ত্রিপাঠী এই অমানবিক ঘটনার বিচারবিভাগীয় তদন্ত দাবি করেছেন। তিনি ওই ছাত্রীর পরিবারের হাতে দুই কোটি টাকা ক্ষতিপূরণ, রাজ্যের মুখ্যমন্ত্রী ও উচ্চশিক্ষা মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। 

         এই ন্যক্কারজনক ঘটনায় ওড়িশা রাজ্য কংগ্রেসের পাশে দাঁড়িয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি সোশ্যাল মিডিয়ায় লেখেন, এবারেও হেরে গেলেন আর-এক ওড়িয়া কন্যা। তিনি তাঁর ওপর হওয়া অত্যাচারের বিচার চেয়েছিলেন। কিন্তু তাঁর প্রাপ্তি আরও বেশি লাঞ্ছনা। দ্বিগুণ লাঞ্ছনার শিকার হয়ে শেষপর্যন্ত তিনি আত্মহত্যা করলেন। প্রসঙ্গত, ওড়িশার এই ছাত্রীর মৃত্যুতে নতুন করে বিদ্রোহ আর বিক্ষোভের আগুনে দেশের রাজনৈতিক বাতাবরণ উত্তপ্ত হয়ে উঠল। শাসকদল বিজেপি আরও চাপে পড়ল। তবে বিজেপি শাসিত দিল্লি, উত্তরপ্রদেশ, মণিপুরে নারীনির্যাতন, ধর্ষণ আর এর প্রেক্ষিতে খুন বা মৃত্যুর ঘটনা যেমন খুব সাধারণ ঘটনার পর্যায়ে চলে গেছে, তেমনি এই তালিকায় এবার নতুন সংযোজন হলো আরেক বিজেপি শাসিত রাজ্য ওড়িশাও। তাই আগামীদিনে ওড়িশায় এসব ঘটনার বাড়বাড়ন্ত হলে হয়তো অবাক হবে না দেশবাসী...!



No comments:

Post a Comment